খুলনায় এনসিপি নেতা মোতালেবকে গুলি: সেই আলোচিত তনিমা আটক
১০৯ মজিদ সরণির সেই বাসায় অভিযান পুলিশের; ইয়াবা-মদ ও অনৈতিক কাজের আলামত উদ্ধার
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির নেতা মোতালেব শিকদারকে গুলির ঘটনায় নতুন মোড় নিয়েছে। এই ঘটনার প্রধান সন্দেহভাজন তনিমা ওরফে তন্বী নামের এক নারীকে ১২ ঘণ্টার ব্যবধানে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২২ ডিসেম্বর) রাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার নেপথ্য কারণ উদ্ঘাটনে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে এই গুলির ঘটনার সাথে মাদক এবং অনৈতিক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
ঘটনাস্থল ও পুলিশের উদ্ধার অভিযান:
ভিকটিম মোতালেব শিকদার গাজী মেডিকেল কলেজের সামনে হামলার দাবি করলেও পুলিশ জানিয়েছে ভিন্ন তথ্য। তদন্তে দেখা গেছে, নগরীর ১০৯ মজিদ সরণির ‘মুক্তা হাউজ’ নামক একটি বাসার নিচতলায় এই গুলির ঘটনা ঘটে। সেখান থেকে পুলিশ গুলির খোসা, মদের বোতল এবং ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করেছে। ওই বাসায় মোতালেব ও তনিমা একত্রে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
পুলিশের প্রাথমিক ধারণা, মাদক ব্যবসা অথবা চাঁদাবাজির অর্থ ভাগাভাগিকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ থেকেই এই গুলির ঘটনা ঘটেছে। উল্লেখ্য, সোমবার বেলা ১১টার দিকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় মোতালেব শিকদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আহত মোতালেব সোনাডাঙ্গা শেখপাড়া এলাকার বাসিন্দা। এনসিপির শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় এই নেতার ওপর হামলার পর শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হলেও পুলিশের অভিযানে উঠে এসেছে মাদক ও অনৈতিক আড্ডার চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সোনাডাঙ্গা থানা পুলিশ।