যত দিন বেঁচে থাকব বঙ্গবন্ধুকে নিয়ে বেঁচে থাকব: কাদের সিদ্দিকী
বিচার বিভাগের প্রতি আস্থার কথা ব্যক্ত করে লতিফ সিদ্দিকীর জামিনকে স্বাগত জানালেন বঙ্গবীর; জেলে থাকা অন্যদের মুক্তির আহ্বান
নিজের ভাই, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর বৃহস্পতিবার (৬ নভেম্বর) হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে মন্তব্য করেন বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী। তিনি তার বক্তব্যে মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি তার গভীর আনুগত্যের কথা তুলে ধরেন।
বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা প্রসঙ্গে:
“মুক্তিযুদ্ধ করেছিলাম জয় বাংলা বলে। মুক্তিযুদ্ধ করেছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে। বঙ্গবন্ধু আমার ধ্যান-জ্ঞান, আমার চিন্তা-চেতনা। যতদিন বেঁচে থাকব—মুক্তিযুদ্ধ নিয়ে বেঁচে থাকব, স্বাধীনতা নিয়ে বেঁচে থাকব, বঙ্গবন্ধুকে নিয়ে বেঁচে থাকব।“
বিচার বিভাগ ও সরকারের প্রতি আহ্বান:
লতিফ সিদ্দিকীর জামিনের পর তিনি বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থার কথা পুনর্ব্যক্ত করেন।
“বিচার বিভাগের প্রতি এখনো আমাদের সবার আস্থা আছে। আজকে লতিফ ভাইয়ের জামিনে বিচার বিভাগের প্রতি এখনো যে সাধারণ মানুষের আস্থা, তাতে প্রমাণ বহন করে বলে বিশ্বাস করি।”
একই মামলায় কারাগারে থাকা অন্যদের মুক্তির জন্য তিনি সরকারের শুভবুদ্ধির উদয় কামনা করেন:
“এ মামলায় যাদের অন্যায়ভাবে এখনো জেলে রাখা হয়েছে, আমি অনুরোধ করব সরকারের শুভবুদ্ধির উদয় হোক। তাদের ছেড়ে দেওয়া হোক, মুক্তি দেওয়া হোক।“