সিনিয়র সাংবাদিক এম এ আজিজ মন্তব্য করেছেন যে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনৈতিক খেলার একটি ‘গুটি’তে পরিণত হয়েছে এবং জামায়াতে ইসলামী এবার তাদের ওপর ভর করেছে। সম্প্রতি কালের কণ্ঠের মাল্টিমিডিয়া স্টুডিওতে একটি সাক্ষাৎকারে তিনি বলেন, নির্বাচন বিলম্বিত করার জন্যই এনসিপিকে ব্যবহার করা হচ্ছে।
পিআর সিস্টেম ও ইসলামী শরীয়াহ নিয়ে প্রশ্ন
এম এ আজিজ বলেন, ইসলামিক আন্দোলন পিআর সিস্টেমে (Proportional Representation System) নির্বাচন চাইছে, যা তিনি দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার বিরুদ্ধে বলে মনে করেন।
জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে তিনি বলেন, জামায়াত সব সময় ‘ইসলামী শরীয়াহ’র কথা বললেও, সেটির সুনির্দিষ্ট ব্যাখ্যা দেয় না। তারা শুধু ‘আল্লাহর আইন চাই’ বলে, অথচ সেই আইন কোরআনে আছে। তিনি প্রশ্ন করেন, ধর্ষণের জন্য অবিবাহিত ব্যক্তিকে পাথর মারা হবে এবং বিবাহিত ব্যক্তিকে পাথর মেরে হত্যা করা হবে, অথবা চুরির জন্য হাত কেটে দেওয়া হবে—এসব কথা জামায়াত কেন প্রকাশ্যে বলে না?