ইশরাক সমর্থকদের নগর ভবন অবরোধ: মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি
মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ নগর ভবন ‘ব্লকেড’ কর্মসূচি পালন করছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা; গেজেট প্রকাশ হলেও শপথ না হওয়ায় তারা গুলিস্তানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ সোমবার (১৯ মে) সকালে রাজধানীর গুলিস্তান এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)-এর নগর ভবন ‘ব্লকেড’ করে কর্মসূচি পালন করছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। তাদের এই কর্মসূচির কারণে গুলিস্তানের প্রধান সড়ক এবং বংশাল ও পল্টনমুখী সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে গেছে, যা ব্যস্ত এই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি করেছে।
বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা যায়, গতকাল রবিবার (১৮ মে) অবস্থান কর্মসূচি থেকে আজ নগর ভবন ‘ব্লকেড’-এর ঘোষণা দেওয়া হয়েছিল। গত ১৪ মে থেকে ইশরাক হোসেনের সমর্থকরা নগর ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন এবং ‘ঢাকাবাসী’ ব্যানারে বৃহস্পতিবার (১৫ মে) থেকে টানা বিক্ষোভ কর্মসূচি চলছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেন শপথ গ্রহণ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
আইনি ও নির্বাচনী প্রেক্ষাপট:
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির সবশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিএনপি নেতা ইশরাক হোসেনকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছিলেন।
তবে গেল ২৭ মার্চ (২০২৫) ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল সেই নির্বাচনের ফলাফল বাতিল ঘোষণা করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেন। এরপর ২৭ এপ্রিল (২০২৫) নির্বাচন কমিশন ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গেজেটও প্রকাশ করে।
শপথ গ্রহণ ও বর্তমান অবস্থা:
নির্বাচনী ট্রাইব্যুনাল ও নির্বাচন কমিশনের গেজেট থাকা সত্ত্বেও ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ অনুষ্ঠান এখনও অনুষ্ঠিত হয়নি। বিভিন্ন সোর্স থেকে জানা যায়, নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করা হয়েছে, যা শপথ গ্রহণে বিলম্বের প্রধান কারণ।
এই পরিস্থিতিতে ইশরাক হোসেনের সমর্থকরা তাকে দ্রুত দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
আজকের ‘ব্লকেড’ কর্মসূচির কারণে নগর ভবন এবং আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সাধারণ জনগণের ভোগান্তি হচ্ছে। কর্তৃপক্ষ এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।