স্বৈরাচারের ঘাপটি মেরে থাকা দোসররাই ভাস্কর মানবেন্দ্র বাড়িতে আগুন দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার সকালে মানবেন্দ্র ঘোষের বাড়ি পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার পক্ষ থেকে মানবেন্দ্র ঘোষের পরিবারকে আর্থিক সহায়তা দেন রুহুল কবির রিজভী। পরিদর্শনকালে রুহুল কবির রিজভীর সঙ্গে জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পতিত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে রহুল কবির রিজভী বলেন, তার দোসররা এখনও দেশের ভেতর ঘাপটি মেরে আছে। তাদের কাছে আছে ব্যাংক লুটসহ অবৈধভাবে আয় করা বিপুল অংকের টাকা; আছে অস্ত্র। এর জোরে তারা দেশের ভেতর নানাভাবে নাশকতা করে যাচ্ছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এই নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।
অথচ দেশের সকল গণতান্ত্রিক মানুষ এই সরকারকে স্বীকৃতি দিয়েছেন। জনগণ তাদের এই ব্যর্থতা মেনে নেবেনা বলেও মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত, পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রার মোটিফ তৈরির শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি গত ১৬ এপ্রিল দিবাগত রাতে কে বা করা পুড়িয়ে দেয়। এ ঘটনায় মানবেন্দ্রের দায়ের করা মামলায় এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।