টাঙ্গাইলের কালিহাতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বীরবাসিন্দা ইউনিয়নের সাবেক সভাপতি ও উপজেলা মৎসজীবী দলের সদস্য সোহেল সিকদার এবং ছানোয়ার সিকদারের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার(১২ এপ্রিল) সকালে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে কস্তুরীপাড়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত সোহেল সিকদার বলেন, এই আওয়ামী সন্ত্রাসীরা ২০১১ সালের ২১ আগস্ট আমার বাবা শাজাহান সিকদারকে হত্যা করেছিল, সে হত্যার বিচার আমরা পাইনি। গত ২৮ মার্চ আবার আমার উপরে হামলা করেছে। আমার দলের সকল নেতাকর্মী ও প্রশাসনের কাছে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক, সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, সহ-সভাপতি আব্দুল বারেক, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম খান, বীরবাসিন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি নায়েব আলী, উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন মোল্লা, সদস্য সচিব হাসমত আলী রেজা, বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন (বিএমটিসি) এর সাধারণ সম্পাদক ও ঘাটাইল উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক জুয়েল রানা, কালিহাতী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা মৎসজীবি দলের সভাপতি মনজুরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি নুরুল ইসলাম,বীরবাসিন্দা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাকিল হোসেন প্রমূখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতে যেন এ ধরণের ঘটনা পুনরায় না ঘটে তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ অসংখ্য সাধারণ জনগণ।