সাংবাদিক ও উপস্থাপিকা নবনীতা চৌধুরী সম্প্রতি তার ইউটিউব চ্যানেলে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করেন। আলোচনায় তিনি তুলে ধরেন, দেশের নাম ও সংবিধান নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে চরম মতভেদ।
তিনি বলেন, কেউ চাইছে দেশের নাম “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ” থাকুক, কেউ বা প্রস্তাব করছে “জনকল্যাণে বাংলাদেশ” বা “জনপ্রজাতন্ত্রী বাংলাদেশ”। শুধু নাম নয়, সংবিধান নিয়েও চলছে নানা রকম প্রস্তাব, পাল্টা প্রস্তাব ও বিতর্ক। কেউ সংস্কারের পক্ষে, কেউ আবার পুরো সংবিধান বাতিল করে নতুন করে প্রণয়নের দাবি তুলছে।
নবনীতা উল্লেখ করেন, ড. ইউনূসের গড়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ বর্তমান সংবিধান বাতিলের পক্ষে। তাদের মতে, প্রথমে একটি গণপরিষদ নির্বাচন আয়োজন করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে।
নবনীতা চৌধুরী মন্তব্য করেন, “মানে সাত মণ তেলও আসবে না, রাধাও নাচবে না”—রাজনৈতিক দলগুলোর এই মতৈক্যের অভাব দেশকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলেই মনে করেন তিনি।