টাঙ্গাইলের কালিহাতীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রায় এক হাজার নারী পুরুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। একই সঙ্গে তিনি স্থানীয় নেতা কর্মী ও জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
৩০শে মার্চ রবিবার সকাল এগারোটায় কালিহাতী পৌর চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেনজীর আহমেদ টিটো নিজ হাতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, ঈদ সাম্যের প্রতীক। সকল বিভেদ ভুলে আমাদের এক সঙ্গে এগিয়ে যেতে হবে। জনগণের অধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
কালিহাতী উপজেলা মহিলা দলের সভাপতি সালমা আক্তারের সভাপতিত্বে এবং স্থানীয় বিএনপি মহিলা দল ও শ্রমিক দলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে রাজনৈতিক নেতৃবৃন্দ, দলীয় সমর্থক ও সাধারণ মানুষ স্বতস্ফুর্ত ভাবে অংশ নেন।
বক্তারা দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, জনগণের সংকট এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মজনু মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), যুগ্ম সম্পাদক মোহাম্মদ জসিম খানা, কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহিদুর রহমান সিদ্দিকী, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি হারুন অর রশিদ, উপজেলা শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সালাম সহ আরো অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লেলিন। অনুষ্ঠান শেষে অতিথিরা উপস্থিতিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং আনন্দঘন মুহূর্ত ভাগাভাগি করেন।