টাঙ্গাইলের সখিপুর উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও টাঙ্গাইল ৪ (কালিহাতী) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাঁর ছোট ভাই, সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় ও কলেজের সাবেক ভিপি ও এজিএস, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কৃষক শ্রমিক জনতালীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী।
বুধবার(২৬মার্চ) সখিপুর পৌরসভার ৬নং ওয়ার্ড সোনারতরী স্কুল মাঠে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে আব্দুল লতিফ সিদ্দিকী বলেন,দেশে আজ অরাজকতা,রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা বিরাজ করছে। উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি এম এ ছবুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ সহ সভাপতি সানোয়ার হোসেন মাষ্টার,সাধারন সম্পাদক সানোয়ার হোসেন সজীব,দুলাল হোসেন মাষ্টার,আলমগীর সিদ্দিকী,আশিক জাহাঙ্গীর প্রমুখ।