আজ ১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস। পুরুষের প্রতি বৈষম্য বিলোপ ও স্বাস্থ্যগত বিভিন্ন সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে প্রতি বছর দিবসটি পালন করা হয়। এ বছর আন্তর্জাতিক পুরুষ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘ইতিবাচক পুরুষ রোল মডেল’। পুরুষদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে খোলামেলা আলোচনাকে উৎসাহিত করা এবং সহায়ক পরিবেশ তৈরির গুরুত্বকে তুলে ধরতেই এই প্রয়াস।
ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিরোম টিলাকসিংয় ১৯৯২ সালে বিশ্ব পুরুষ দিবস পালনের ধারণাটি সামনে নিয়ে আসেন। তার উদ্দেশ্য ছিল পুরুষদের কৃতিত্ব এবং প্রতিভাকে সম্মান জানানো এবং লিঙ্গ-ভিত্তিক সহিংসতা, পুরুষ স্বাস্থ্য, এবং ইতিবাচক পুরুষ রোল মডেলের মূল্য সম্পর্কে মানুষকে সচেতন করা। সে সময় ক্যারিবীয় অঞ্চলে দিবসটি ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছিল। দিন দিন বিশ্বব্যাপী দিবসটির জনপ্রিয়তা বাড়ছে।