“মায়ের পরে ভালোবাসা দিতে পারে যেজন
ছায়ার মত থাকে দুজন লোকে বলে ভাই বোন !!
একজন বোন সৃষ্টিকর্তার পক্ষ হতে অনেক বড় উপহার। বোন যদি ছোটও হয় তবুও তার ভাইয়ের প্রতি যত্ন কৌশল তাকে শ্রদ্ধার পাত্র করে রাখে। ছোট বোনকে দিদি বা আপা বলে ডাকলে মনে যে সুনিবিড় অনুভূতি কিম্বা সুখ অথবা প্রশান্তি মিলে মনের শিহরণটা ঠিক যেন স্বর্গের অমৃত সুখ।
পৃথিবীতে মধুর সম্পর্কের মধ্যে অন্যতম একটা সম্পর্ক ভাই বোনের ভালোবাসা। এটা যেন এমন এক সম্পর্ক যা কল্পনা করতেই মনের মধ্যে অনেক বেশি শান্তি এবং শক্তি তৈরি হয়।
ভাইয়ের সামান্য সাফল্য অন্যের কাছে বিশালতর রুপে যার মুখ থেকে প্রকাশিত হয় স্বগৌরবে সে হল বোন।বোন মানে আত্মা নিংড়ানো অজস্র ভালবাসা।
“চাঁদের সাথে সূর্য যেমন, ভাইয়ের সাথে বোন
সম্পর্ক না ছিন্ন হবে, তারা অতি আপনজন”
গ্রহণ লাগে চন্দ্রে সূর্যে ভাই বোনের মধ্যে না,
রক্ত তাদের বলে কথা, একই তাদের মা।
অথচ সেই বোন যখন দুনিয়া থেকে চির বিদায় নেই একটা ভাইয়ের জীবন হয়ে পড়ে নিরস, নিস্তব্ধ, ভয়ংকর অন্দকারের কীট ঘিরে ধরে ভাইকে কুটকুটে কামড়ে ক্ষত-বিক্ষত করে দেয় মন। এটা এই সমাজের স্বার্থবাদীরা বুঝবে না। হোক সে রাজনৈতিক গুরু বা রক্তের সম্পর্কের চাচা।
আবার সুস্থ মস্তিষ্কের স্বার্থহীন মানুষেরা ঠিকই বোনের বিপদে ভাইকে শক্তি যোগান দেয়।