আমরা আশাবাদী যে সামনে অল্প সময়ের মধ্যে নির্বাচন আসতে পারে, সে ডিসেম্বরেই হোক। প্রত্যেকটি রাজনৈতিক দলই তাদের প্রস্তুতি শুরু করবে এবং তারা রাজপথে থাকবে। বলেছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। শুক্রবার (৭ মার্চ) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক-শোতে তিনি এসব কথা জানান।
ববি হাজ্জাজ বলেন, ‘জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের কথায় আমি কিছুটা কষ্ট পেয়েছি। তিনি বলেছেন এই মুহূর্তে দেশ যে অবস্থায় আছে, সে অবস্থায় হয়তো ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন দেয়া সম্ভব নাও হতে পারে।
সে তো দুই দিন আগে পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের অংশ ছিলো। তাহলে এই মুহূর্তে যদি দেশের অবস্থা এমন হয় যে নির্বাচন না দেওয়া যেতে পারে, তাহলে এর ব্যর্থতা কার?
অন্তর্বর্তীকালীন সরকারের। অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয়ে থাকে, তাহলে একটি নির্বাচিত সরকার আনতে হবে। এই সরকার যদি ব্যর্থ হয়ে থাকে তাহলে তো নির্বাচনের প্রয়োজন আরও বেশি।’
তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলার অবস্থা খুবই দুর্বল। অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ৭ মাস ইতোমধ্যে পেরিয়ে গেছে। তারা অনেক কিছু করতে পারতো৷ কিন্তু করতে পারেন নি।
এখন দুর্বলতার কারণে ৭ মাস করতে পারেননি, আরও ৭ মাস দেই, আরও দুর্বল হোক, আরও খারাপ হোক। ৭ মাসে যারা পারেননি, তারা আগামী ৭ মাসেও নাও পারতে পারেন। এটা তো প্রমাণিত।’
উল্লেখ্য, ঈদের পরেই মাঠে নামছে তিনটি দল। বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি। বিএনপি যত দ্রুত সম্ভব নির্বাচনের দাবিতে মাঠে নামবে।
জামায়াতে ইসলামী বলেছে তারা সংস্কারের পরে নির্বাচন চায়। এদিকে জাতীয় নাগরিক পার্টি বলেছে সংস্কারের পর গণপরিষদের নির্বাচনের কথা চিন্তা করছে এবং তারা দ্রুত নির্বাচনের বিরোধী অবস্থানে আছে।