জাতীয়

জাহিদুল করিম কচিসহ ১৪ গুণীজন পেলেন একুশে পদক

চট্টগ্রামসিটিকরপোরেশনের (চসিক) আয়োজনে অমর একুশে স্মারক সম্মাননা পদক পেলেন ১৪ জন গুণী ব্যক্তি।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে চলমান অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

এ বছর সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য একুশে স্মারক সম্মাননা পদক পেয়েছেন বৈষম্যবিরোধী সাংবাদিকতার নির্ভীক কণ্ঠস্বর, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও সিডিএ বোর্ড সদস্য এবং দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি।

পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি সাংবাদিকতা করে আসছেন এবং বিগত ১৬ বছর ধরে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে নির্ভীকভাবে কলম চালিয়ে যাচ্ছেন। অনুষ্ঠানে আরও সম্মাননা প্রদান করা হয় বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে। 

এ বছর একুশে পদকপ্রাপ্তরা হলেন—ভাষা আন্দোলনে: বদিউল আলম চৌধুরী (মরণোত্তর), সমাজসেবা ও গবেষণায়: অধ্যাপক সুকোমল বড়ুয়া, চিকিৎসাবিজ্ঞানে: অধ্যাপক ইমরান বিন ইউনুস, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনে: বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, সমাজসেবায়: কামরুন মালেক, সংগীতে: নকীব খান, সাংবাদিকতায়: জাহেদুল করিম কচি, ক্রীড়ায়: তামিম ইকবাল খান।

এছাড়া সাহিত্য পুরস্কার পেয়েছেন— কথাসাহিত্যে: অধ্যাপক আসহাব উদ্দিন চৌধুরী (মরণোত্তর), প্রবন্ধ ও গবেষণায়: অধ্যাপক সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে: মিজানুর রহমান শামীম, শিশু-চিকিৎসা সাহিত্যে: অধ্যাপক প্রণব কুমার চৌধুরী, কবিতায়: জিললুর রহমান, অনুবাদে: ফারজানা রহমান শিমু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘চট্টগ্রাম থেকে যদি পাহাড় চলে যায়, তাহলে চট্টগ্রামকে কিভাবে বর্ণনা করবেন? আমাদের পাহাড়, সমুদ্র ও সিআরবি আছে। এগুলো যদি চলে যায়, তাহলে চট্টগ্রামের ঐতিহ্য নষ্ট হয়ে যাবে।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম প্রমুখ।

এই একুশে পদকপ্রাপ্তির মাধ্যমে সাংবাদিক জাহিদুল করিম কচির নির্ভীক কলমের লড়াই ও মুক্তচিন্তার পক্ষে তার অবদান নতুন মাত্রা পেল। চট্টগ্রামের মাটিতে তার কর্মযজ্ঞ চিরস্মরণীয় হয়ে থাকবে।

Image

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনর সভাপতিত্বে একুশে সম্মাননা পদক অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম প্রমুখ।

চট্টগ্রাম সিটি করপোরেশনের একুশে স্মারক সম্মাননা পদকপ্রাপ্তি নিঃসন্দেহে এক গৌরবময় অধ্যায়। বৈষম্যবিরোধী সাংবাদিকতার নির্ভীক কণ্ঠস্বর, অন্যায়ের বিরুদ্ধে অবিচল কলমযোদ্ধা জাহেদুল করিম কচি—যিনি পাঁচ দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতার দীপ্ত আলো ছড়িয়ে চলেছেন। আওমীলীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে কলম চালিয়েছেন জাহিদুল করিম কচি।

দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে নির্ভীকভাবে লিখে গেছেন জাহিদুল করিম কচি, আপসহীন মনোবল আর সাহসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। সত্যের পথ থেকে বিচ্যুত না হয়ে, সব বাধা-বিপত্তি অতিক্রম করে দেশ ও জাতির পক্ষে কলম চালিয়ে গেছেন নিরলসভাবে।

তার এই অর্জন কেবল তার ব্যক্তিগত নয়, বরং এটি মুক্তচিন্তা, নিরপেক্ষ সাংবাদিকতা এবং নির্যাতিতের পক্ষে সোচ্চার থাকার এক অনন্য স্বীকৃতি বলে জানিয়েছে সাংবাদিক সমাজ।

তারা জানান, একজন নির্ভীক সাংবাদিকের এই অর্জন, সত্যের পক্ষে আপসহীন সংগ্রামের জ্বলন্ত সাক্ষর হয়ে রইলো। চট্টগ্রামের মাটিতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। হৃদয় থেকে জানাই অকুণ্ঠ শ্রদ্ধা ও অভিনন্দন!

Author

মোহাম্মদ ইসমাইল (ইমন), স্টাফ রিপোর্টার

পেশায় একজন সাংবাদিক। তিনি ৩০ মে থেকে মিশন ৯০ নিউজে চট্টগ্রাম বিভাগীয় এলাকায় স্টাফ রিপোর্টার হিসেবে, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker