বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস-এর দু’দিনব্যাপী আন্তর্জাতিক মহাসম্মেলন গত শুক্রবার ও শনিবার (৭ ও ৮ ফেব্রুয়ারী) সকাল ৯টায় সাভারের বাইপাইলস্থ কাইচাবাড়ী রোডে সংগঠনের নিজস্ব জায়গায় এই সম্মেলন শুরু হয়।
সম্মেলনে সউদী আরব, পাকিস্তান, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন ও নেপালসহ প্রভৃতি দেশের আন্তর্জাতিক ইসলামি স্কলারগণ অংশগ্রহণ করেন। সংগঠনের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক এ সম্মেলনে সভাপতিত্ব করেন।
সম্মেলনে যোগ দিতে বিদেশী মেহমানগণ শুক্রবার সকালেই রাজধানীতে এসে পৌঁছান। একই সঙ্গে সারা দেশ থেকে ডেলিগেটরাও সম্মেলনস্থলে তাদের স্ব স্ব জেলার নির্ধারিত স্থানে অবস্থান নেন।
শুক্রবার প্রথম দিন সম্মেলনে প্রধান অতিথি থাকেন সৌদী আরবের ধর্ম মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহিদ আল-আরিফী এবং বিশেষ অতিথি থাকেন ঢাকাস্থ সউদী রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আদ্দুহাইলান ও সউদী রিলিজিয়াস অ্যাটাশে মুবারক বিন আমেক আল-আনাযী।
আলোচনায় অংশ নেন পাকিস্তান জাতীয় পরিষদের সিনেটর প্রফেসর সাজিদ মীর ও সিনেটর শাইখ ড. হাফেজ আব্দুল কারীম, আরব আমীরাতের শাইখ আব্দুর রহমান বিন ইবরাহীম আয-যারউনী এবং ইন্দোনেশিয়ার শাইখ জেজেন জাইনুল মুরসালিন মাদানী প্রমুখ।
শনিবার দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন কুয়েতের মসজিদুস সাফর-এর খতীব ও ইমাম শাইখ সালিম বিন সা‘আদ আত-ত্ববীল, পাকিস্তানের হারাকাতুল কুরআন ওয়াস-সুন্নাহ’র সভাপতি হাফেজ আল্লামা শায়খ ইঞ্জিনিয়ার ইবতিসাম ইলাহী যহীর, বাহরাইনের শাইখ ফাইয হুসাইন আস-সালাহ এবং নেপালের শাইখ শামীম আহসান নাদভী। এছাড়াও দেশ ও বিদেশের কয়েক লক্ষ ধর্মপ্রাণ মুসলমান উক্ত সম্মেলনে অংশ নেয়।