জাতীয়
অনলাইন ডেস্ক
Send an email
জানুয়ারি ২৪, ২০২৫সর্বশেষ আপডেট জানুয়ারি ২৪, ২০২৫
নিজেদের অবস্থান জানিয়ে আসিফ নজরুল বললেন, ‘সবাই ভালো আছি’
০ ২,৬৮৬ এক মিনিটেরও কম সময়
বৃহস্পতিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে গুজব ছড়ানো হয়। তারা দেশ ছেড়েছেন বলে পোস্ট করা হয় বিভিন্ন আইডি ও পেজ থেকে। এই গুজব নিয়ে মুখ খুলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, আমরা নিজ নিজ জায়গায় আছি, সাবাই ভালো আছি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে এক পোস্টে নিজেদের অবস্থান জানান সরকারের এই উপদেষ্টা।
আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে বলেন, ‘পাগলের প্রলাপ এর মতো গুজব ছড়ানো হচ্ছে। এসবে কান দিবেন না। আমরা সবাই ভাল আছি। নিজ নিজ জায়গায় আছি। আলহামদুলিল্লাহ।’