গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক কবীর সম্রাটকে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকার বাড্ডা থানা এলাকার আফতাবনগর থেকে গ্রেপ্তার করে বাড্ডা থানার ফাড়ি পুলিশ। বাড্ডা থানার ফাড়ি ইনচার্জ মাজাহারুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে জুলাই আগষ্টে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলাসহ একধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত ইসতিয়াক কবির সম্রাট কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবীরের ছেলে। জানা যায়, ৫ আগষ্টের পর থেকে নিষিদ্ধ সংগঠন কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক কবীর এলাকা ছেড়ে আত্বগোপনে চলে যায়।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকার বাড্ডা এলাকার আফতাব নগর এলাকায় ঘুরাঘুরি করার সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ। বাড্ডা পুলিশ ফাড়ির ইনচার্জ মাজাহারুল ইসলাম বলেন গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কালিয়াকৈর থানায় সোপর্দ করা হবে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রয়িাদ মাহমুদ বলেন, বাড্ডা থানায় গ্রেপ্তার কৃত থেকে কালিয়াকৈর উপজেলা ছাত্র লীগের সভাপতি ইসতিয়াক কবিরকে কালিয়াকৈর থানায় আনার জন্য পুলিশ পাঠানো হয়েছে।