জাতীয়
অনলাইন ডেস্ক
Send an email
জানুয়ারি ৪, ২০২৫সর্বশেষ আপডেট জানুয়ারি ৪, ২০২৫
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শীর্ষ নেতা সায়েম গ্রেপ্তার
ছাত্রলীগের আহ্বায়ক আবু সায়েম সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ
০ ২,১৭৩ এক মিনিটেরও কম সময়
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের নির্বাহী সদস্য ও নীলফামারীর ডিমলা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু সায়েম সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেের ঘনিষ্ট বন্ধু। আজ শনিবার (৪ জানুয়ারি) বিকেল সোয়া ৫টায় জেলার সৈয়দপুর উপজেলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী জানান, ডিমলা উপজেলার কুটিরডাঙ্গার একটি মামলায় গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।