জাতীয়
অনলাইন ডেস্ক
Send an email
ডিসেম্বর ৩১, ২০২৪সর্বশেষ আপডেট ডিসেম্বর ৩১, ২০২৪
মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক জানাতে ভারতীয় হাইকমিশনে ড. ইউনূস
০ ২,৬৮৮ এক মিনিটেরও কম সময়
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক জানাতে মঙ্গলবার সকালে ঢাকায় ভারতীয় হাইকমিশনে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা তাকে স্বাগত জানান। ড. মুহাম্মদ ইউনূস হাইকমিশনের শোক বইয়ে স্বাক্ষর করেন। শোক বার্তায় ড. ইউনূস ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে নিজের কাছের বন্ধু হিসেবে উল্লেখ করেন
মনমোহন সিংয়ের মৃত্যুতে তিনি নিজের, বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষে ভারতের জনগণ ও সরকারকে গভীর শোক জানান। উল্লেখ্য, মনমোহন সিং গত ২৬ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।