নৌপরিবহণ, বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, তরুণদের অবশ্যই রাজনীতি করার এবং রাজনৈতিক দল গঠনের মাধ্যমে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের অধিকার রয়েছে।
তিনি বলেন, ‘‘আমাদের রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের নিরুৎসাহিত করা উচিত নয়। আমি আশা করি, এ বিষয়ে কোনো বিরোধিতা করা হবে না।’’
শনিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ‘ঐক্য, সংস্কার ও নির্বাচন’ শীর্ষক জাতীয় সংলাপে এসব কথা বলেন নৌ উপদেষ্টা।
এম সাখাওয়াত হোসেন বলেন, ‘‘বাংলাদেশের জন্য দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা অপরিহার্য। এটি বাস্তবায়ন হলে, বিভিন্ন স্তরের লোকেরা এসে গাইডলাইন তৈরি করতে পারবে। এ ধরনের আইনসভা থাকলে, নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রয়োজন হবে না।’’
তিনি আরও বলেন, ‘‘বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর জন্য কোনো নিয়ন্ত্রক ব্যবস্থা নেই, এবং এ কারণে রাজনৈতিক দলগুলোর জন্য একটি আইন থাকা প্রয়োজন। অন্যথায়, আমরা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব ও কর্তব্য ঠিকভাবে দেখতে পারব না।’’
এম সাখাওয়াত হোসেন বলেন, ‘‘যে রাজনৈতিক দলগুলো গঠিত হচ্ছে, সেগুলো অনেক সময় একে অপরের সঙ্গে সংঘাতে লিপ্ত হয়। তাই, আমি মনে করি রাজনৈতিক দল গঠনের জন্য একটি আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি এমনকি সংবিধান সংশোধন ছাড়াই প্রণয়ন করা যেতে পারে।’’