জাতীয়
অনলাইন ডেস্ক
Send an email
ডিসেম্বর ২৯, ২০২৪সর্বশেষ আপডেট ডিসেম্বর ২৯, ২০২৪
আগামীকাল থেকে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা
০ ২,৫৯১ এক মিনিটেরও কম সময়
অস্থায়ী পাস নিয়ে আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর) থেকে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা। রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান।
এদিন, দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয় কাভার করা সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব এবং সেক্রেটারি মাসউদুল হকের নেতৃত্বে একটি ২১ সদস্যের প্রতিনিধিদল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েন বিএসআরএফ’র সেক্রেটারি মাসউদুল হক।