জাতীয়

গত ১৫ বছরে নিখোঁজদের তথ্য পেতে বিলম্ব হচ্ছে যে কারণে

গুম কমিশনের প্রতিবেদন অনুযায়ী গত ১৫ বছরে নিখোঁজ ৭৩ শতাংশ ভিকটিমের খোঁজ মিলেছে। এখনও ২৭ শতাংশের কোনো হদিস পাওয়া যায়নি।

মানবাধিকারকর্মী এবং গুম কমিশনের অন্যতম সদস্য নূর খান লিটন বলছেন, এই নিখোঁজদের সন্ধানে তদন্ত অব্যাহত আছে কমিশনের। এখনও গুমের শিকার অন্তত ২০০ মানুষের কোনো হদিস নেই বলে উল্লেখ করেন খান।

নূর খান লিটন আরো বলেন, ‘আমাদের অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রেখেছি এবং আমরা চেষ্টা করছি যে তাদের অন্ততপক্ষে শেষ এন্ডটা আমাদের জানা দরকার। তারা বেঁচে আছেন না তাদেরকে হত্যা করা হয়েছে বা তাদেরকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা এই শেষ অবস্থান সম্পর্কে জানার চেষ্টা করছি। এটা সম্পর্কে বলা খুব কঠিন। আমি একটা লাশ না পাওয়া পর্যন্ত বা কারো স্বীকারোক্তিমূলক জবানবন্দি না পাওয়া পর্যন্ত কিন্তু বলতে পারছি না যে ওই ব্যক্তিটি নেই।’ 
কমিশনের প্রতিবেদনে গুমের শিকার ব্যক্তিদের নির্যাতন ও হত্যার ভয়াবহ চিত্র উঠে এসেছে। সুনির্দিষ্ট তথ্য না থাকলেও জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে কমিশন গুমের পর তাদের পরিণতি সম্পর্কে এসব তথ্য জেনেছে বলে উল্লেখ করেন খান।তিনি বলেন, ‘কবর কতজনকে দেওয়া হয়েছে জানি না।
তবে অনেককে বুড়িগঙ্গায় ফেলা হয়েছে। বিভিন্ন সেতুর ওপর থেকে হত্যা করে ফেলে দেওয়া হয়েছে। বস্তাবন্দি করে ফেলা হয়েছে। হত্যা করে ট্রেনের তলে ফেলা হয়েছে যাতে লাশ বিকৃত হয়ে যায়। এই ধরনের অপরাধ কিন্তু এই খুনি বাহিনী করেছে।
এখনও নিখোঁজ ব্যক্তিদের সুনির্দিষ্ট তথ্য জানতে আরো কতদিন সময় লাগবে সেটি স্পষ্ট করে বলতে পারেননি নূর খান লিটন। প্রত্যেকের আলাদা আলাদা তথ্য বের করা কাজটি ‘জটিল এবং কঠিন’ বলে উল্লেখ করেন তিনি।‘রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি যেখানে সম্পৃক্ত, বাহিনীর প্রধানদের অনুমোদন নিয়ে যখন নিচের দিকে ঘটায় তখন এটা কতটা গোপনীয়তা অবলম্বন করতে পারে! পুলিশ উঠিয়েছে। পরবর্তীতে র‍্যাবের হাতে দিয়েছে। জিজ্ঞাসাবাদ করেছে। পরবর্তীতে ডিজিএফআইয়ের কাছে হস্তান্তর করেছে। জিজ্ঞাসাবাদ করেছে। টর্চার করেছে। মানে এরকম একটা সিস্টেমেটিক ওয়েতে তারা এই কাজগুলি করেছে।’
গুম করে ভারতে পাঠিয়ে দেয়ার ঘটনাও রয়েছে উল্লেখ করেন নূর খান, ‘সালাউদ্দিন সাহেবের কেইস, সুখরঞ্জন বালির কেইস তো আমরা জানি। এরকম আরো কিছু ঘটনা জেনেছি যে এখান থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। তারপর তাকে নির্যাতন করা হয়েছে। নিপীড়ন করেছে। জিজ্ঞাসাবাদের নামে দীর্ঘদিন তাদেরকে এই গোপন সেলে রেখেছে।তারপর বাংলাদেশ থেকে আমাদের ফোর্স বর্ডারে হস্তান্তর করেছে ভারতীয় কোনো সংস্থার হাতে। টিএফআই নামে এরকম একটা সংস্থার নামও আমরা শুনেছি। কারো কারো নামে অবৈধ অনুপ্রবেশের মামলা হয়েছে। কারো কারো জঙ্গি তকমা লাগিয়ে বিচার চলছে ভারতের আদালতে।’গুম কমিশনের সদস্য নূর খানের ভাষায় এসব গুম খুনের সঙ্গে জড়িত কর্মকর্তারা পাওয়ারফুল এবং এখনও বিভিন্ন পদে বহাল রয়েছেন।
তবে গুমের প্রতিটি ঘটনার হদিস বের করতে কমিশন বদ্ধপরিকর বলে জানান নূর খান।‘দেখেন এইটা বের করার জন্য যে সময়টা দরকার আপনাদের কিন্তু সেই সময়টা দিতে হবে। কারণ কেউ তো দেবে না স্বীকারোক্তি যে হ্যাঁ আমি তাকে উঠিয়েছি এবং তারপর আমি তাকে গুলি করে মেরেছি। এ কথাটা এই মুহূর্ত পর্যন্ত কেউ বলার মতো পরিস্থিতি তৈরি হয়নি। আমরা কিছু কেইস আছে যেগুলো খুব স্পেসিফিক ধরে ধরে এগুচ্ছি এবং আমরা নিশ্চিত, আমরা সফল হব।’মায়ের ডাক এর সংগঠক সানজিদা ইসলাম গুমের শিকার পরিবারগুলোর দাবি তুলে ধরে বলেন, সরকার পরিবর্তনের পর এখন গোপন সেলগুলোর সব প্রকাশ্যে আনতে হবে। এরকম যেন আর কারো সঙ্গে না হয় সেজন্য এগুলো ভেঙে ফেলতে হবে। তথ্য প্রমাণসহ দায়ীদের বিচার করতে হবে।
গুমের শিকার পরিবারগুলোর সংগঠন ‘মায়ের ডাক’-এর সংগঠক সানজিদা ইসলাম বিবিসি বাংলাকে বলেন, এই রিপোর্টের পর ভিকটিম পরিবারের অনেকেই ফোন করছেন, জানতে চাইছেন। কিন্তু সুনির্দিষ্ট কিছু না থাকায় কাউকে কিছু বলতে পারছেন না।তিনি বলেন, ‘এই রিপোর্টটা নিয়ে কোনো স্পেসিফিক তথ্য কোনো ফ্যামিলিকে দিতে পারতেছি না। প্লাস তাদের যে রোডম্যাপটা জানালো যে একবছর মেয়াদি লংটার্মে কাজ করবেন। কিন্তু প্রায়োরিটিটা কী হওয়া উচিত? প্রায়োরিটিটাতো আমার মনে হয় আরো ডিফরেন্ট হওয়া উচিত।’তিনি আরো বলেন, ‘স্পেসিফিক্যালি পরিবারকে জানানো যে তাদের স্বজনদের আসলে কী করা হয়েছে। তাদের স্বজন কই, কারা নিয়ে গিয়েছিল, কোন সিক্রেট ডিটেনশন সেলে ছিল, তাদের সাথে কী করা হয়েছে এই জিনিসটা আমার মনে হয় খুবই ম্যান্ডেটরি এবং সেটার জন্যেই কিন্তু আমাদের আন্দোলন।
বছরের পর বছর নিখোঁজ রয়েছেন এমন শত শত পরিবার অপেক্ষায় দিন গুনছে। গুম কমিশনের কার্যক্রম নিয়ে সানজিদা ইসলাম বলেন, তাদের প্রথম দায়িত্বটা ছিল চিহ্নিত করে পরিবারগুলোকে জানানো। পুরো সত্যটা সামনে আনতে হবে।কমিশনের পুরো রিপোর্ট মায়ের ডাক সংগঠনের সঙ্গে শেয়ার করা হয়নি বলেও উল্লেখ করেন সানজিদা ইসলাম।‘ভিকটিমরাতো প্রতিদিন ফোন করছে এবং সাফার করছে। আসলে কী হচ্ছে। আপনি একটা সামারি করলেন, আবার এক বছরের জন্য সময় চাচ্ছেন।
তাহলে কি ফ্যামিলিগুলো বসে থাকবে? এই বারো বছর বসে থাকাটা এনাফ হয় নাই? আরো প্রতিদিন যাইতে হবে ট্রমার মধ্যে দিয়ে এবং জানার জন্য এখনো ওয়েট করতে হবে। আমরা কি এই প্রক্রিয়াধীন কমিশন চাইছিলাম কি না?’সানজিদা ইসলাম বলেন, ‘মায়ের ডাক ১২ বছর ধরে আন্দোলন করে এসেছে, এখনও করতে হচ্ছে। এখনও বলতে হচ্ছে তথ্যটা আপনারা দেন না কেন। আগের সরকারকে বলেছি, এখনো আবার বলতে হচ্ছে।’

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker