যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্স সুবিধার আওতায় ফাইজারের আরও ১২ লাখ ৫৬ হাজার ৫৮০ ডোজ টিকা আজ বিকেলে দেশে আসছে। আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
এদিন দুপুর ১২টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফাইজারের ১২ লাখ ৫৬ হাজার ৫৮০ ডোজ টিকা আসার কথা ছিল। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বিকেল ৫টায় এই টিকা দেশে পৌঁছাবে।
গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২ দিনের মোট ৩ ধাপে কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের ২৫ লাখ ডোজ টিকা দেশে আসছে। কালই প্রথম ধাপে ১ লাখ ৬২০ ডোজ টিকা বাংলাদেশে পৌঁছে।
মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়েছে, আজ রাত ১১টা ২০ মিনিটে তৃতীয় ধাপে আরও ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ ফাইজারের টিকা দেশে এসে পৌঁছাবে।