জাতীয়
অনলাইন ডেস্ক
Send an email
ডিসেম্বর ১১, ২০২৪সর্বশেষ আপডেট ডিসেম্বর ১১, ২০২৪
সরকারি চাকরিতে আবেদন ফি কমিয়ে প্রজ্ঞাপন
০ ২,৮১৩ এক মিনিটেরও কম সময়
সরকারি চাকরিতে আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন দিয়েছে সরকার।
বুধবার (১১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পরে তা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।
মন্ত্রণালয় সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শ করে বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ সংশোধন করে এ প্রজ্ঞাপন জারি করেছে।
বিসিএস পরীক্ষার আবেদন ফি আগে ৭০০ টাকা ছিল। এটিকে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে।