নতুন বাংলাদেশকে আর ভুল পথে পরিচালিত হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
শুক্রবার (৬ ডিসেম্বর) মহানগর উত্তর জামায়াত আয়োজিত সহযোগী সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর ত্যাগের কারণে শেখ হাসিনার পতন হয়েছে। নতুন এই বাংলাদেশ ১৮ কোটি মানুষের ঐক্যবদ্ধের বিজয়।
তিনি আরও বলেন, তার দল ক্ষমতার রাজনীতিতে বিশ্বাসী নয়; তারা সাধারণ মানুষের ক্ষমতায়নকে গুরুত্ব দেয়।
এ সময় তিনি ৫ আগস্টের পর যারা নতুনভাবে চাঁদাবাজি ও দখলদারি শুরু করেছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।