পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন মন্তব্য করেছেন যে, ভারতীয় গণমাধ্যমের ভূমিকা দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়ক নয়। তিনি ৩০ নভেম্বর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘বাংলাদেশ–ভারত সম্পর্ক: প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন। তিনি বলেন, ভারতীয় মিডিয়া বাংলাদেশের সাম্প্রতিক ইস্যু ও পরিস্থিতি নিয়ে যেভাবে প্রচারণা চালাচ্ছে, তা দুই প্রতিবেশী দেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক নয়।
এ সময় তিনি দেশের গণমাধ্যমগুলোর উদ্দেশে বলেন, ভারতীয় মিডিয়ার মিথ্যাচারগুলো উন্মোচন করতে হবে এবং এই বিষয়ে শক্তভাবে প্রতিবেদন করা উচিত। তিনি সীমান্ত হত্যা প্রসঙ্গে বলেন, যে কোনো অপরাধীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে, কিন্তু সীমান্তে গুলি করে হত্যা করা উচিত নয়।
বাংলাদেশ কারো জন্য কোনো হুমকি নয়, তবে আমাদেরও অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে সক্ষমতা বাড়ানোর লক্ষ্য থাকতে হবে বলেও দাবি করেন তিনি।