জাতীয়

ব্যাটারিচালিত রিকশা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন

ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ অথবা বিধিনিষেধ আরোপে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার এই আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি। আজই আবেদনটির শুনানির হতে পারে বলে জানিয়েছেন তিনি। 

ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে বা বিধিনিষেধ আরোপে ব্যবস্থা নিতে গত ১৯ নভেম্বর নির্দেশ দেন হাইকোর্ট।

স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজি), ঢাকার জেলা প্রশাসক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, ট্রাফিক বিভাগের দুই যুগ্ম কমিশনারকে তিন কার্যদিবসের মধ্যে ব্যবস্থা নিতে বলা হয়। এরপরই রাস্তায় নামে ব্যাটারিচালিত রিকশা চালকরা। গত কয়েক দিনের আন্দোলনের মধ্যে রাষ্ট্রপক্ষ জানায়, তারা হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করবে। সেই ধারাবাহিকতায় সোমবার সকালে আবেদন করা হয়।

গত ১৯ নভেম্বর ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশার চলাচল বন্ধের নির্দেশনার পাশাপাশি রুল জারি করেন বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ। ২০১৪ সালের ৩ জুলাই হাইকোর্টের রায় এবং আদেশের পরও ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশার চলাচল সীমিত বা বন্ধে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত এবং বেআইনি ঘোষণা করা হবে না জানতে চাওয়া হয় রুলে।

সেই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ে ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজ বা চার্জ দেওয়া হয় এমন জায়গার অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়। 
স্থানীয় সরকার সচিব, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজি), ঢাকার জেলা প্রশাসক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, ট্রাফিক বিভাগের দুই যুগ্ম কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়।

প্যাডেল চালিত রিকশা চালকদের গড়া ‘বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিক্সা মালিক ঐক্যজোট’র পক্ষ থেকে করা এক রিটের শুনানি শেষে গত মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে রুলসহ নির্দেশ দেন।

হাইকোর্টে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী। রিটের ফাইলিং ল’ইয়ার ছিলেন ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু। রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী ও আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব।

হাইকোর্টের আদেশের পর ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ঢাকা মহানগরীতে যত্রতত্র অননুমোদিত ব্যাটারি চালিত রিকশার ফলে নানা দুর্ঘটনা ঘটছে।

সে প্রেক্ষাপটে প্যাডেল চালিত রিকশা মালিকদের ঐক্যজোট হাইকোর্টে রিট করে। সে রিটের শুনানি নিয়ে ঢাকা মহানগরীতে অননুমোদিত ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজকের এই আদেশ পাওয়ার তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে পদক্ষেপ নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। সেই সাথে আদালত রুল জারি করেছেন। রুলে ব্যাটারিচালিত রিকশা বন্ধে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ও বেআইনি হবে না তা জানতে চেয়েছেন।’

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker