সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনা সদস্যের উদ্ধার কাজের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা ও জানা যায়, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপূরে বন্যা দূর্গতদের উদ্ধার করতে গিয়ে মুখ লুকিয়ে নিজের হাঁটুকে সিড়ি বানিয়ে অসংখ্য মানুষকে উদ্ধার গাড়িতে তুলে দিচ্ছেন এক সেনা সদস্য। ভাইরাল ভিডিওটি নেটিজেনরা মধ্যে ব্যাপক সাড়া ফেলে। নেটিজেনরা প্রশংসায় ভাসান সেনাবাহিনীর ঐ সেনা সদস্যকে।
অবশেষে জানা গেল, ভাইরাল সেই সেনা সদস্যের পরিচয়। বরিশালের গৌরনদী উপজেলার টরকী কাঠালতলী গ্ৰামের ‘মাওলা কাজী’ এর ছেলে ‘কাজী সুজন’। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর তার আর্টিলারী কোরে (ল্যান্স কর্পোরাল) হিসাবে কমর্রত আছেন।
সেনা সদস্য কাজী আমাদের জানান, ‘মানবিক দায়বদ্ধতা ও দায়িত্ববোধ থেকে এমটা করেছি’। সেখানে অসুস্থ নারী ছিলো, গাড়িতে উঠতে পারছিলেন না। এটা দেখে আমার খুব খারাপ লাগে, তাই গাড়িতে তোলার জন্য আশেপাশে কিছু না পেয়ে, মাটিতে হাঁটু দিয়ে পায়ের সাহায্যে সিড়ি বানিয়ে তাদেরকে উদ্ধার গাড়িতে তুলে দিয়েছি।
তিনি আরো জানান, ছাত্রজীবন থেকেই দেশের উন্নয়নে কাজ করে আসতেছি।’ দেশের সেবার জন্য বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেছি’। দেশের মানুষের কল্যানে নিজের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত কাজ করে যাবো।
পৃথিবীর ইতিহাসে নজির স্থাপন করা এ দৃশ্য কোন এক নেটিজেন ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট লিখেন ‘এটা বাংলাদেশ সেনাবাহিনী বলেই সম্ভব’। মুহুর্তের মধ্যেই ভিডিওটি ব্যাপক ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটিজেনদের ব্যাপক প্রশংসা পান, সেনা সদস্য।
জানা যায়, ‘কাজী সুজন ২০ জুন ২০২৪ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শেষ করে বাংলাদেশের এসেছেন’। মিশন এরিয়াতে বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম করে আন্তর্জাতিক মন্ডলে দেশের ভাবমূর্তি অক্ষুন্ন রেখেছেন এই সেনা সদস্য। তার এমন দেশপ্রেম, দায়িত্ববোধ ও মানবিকতা দেখে সেনাবাহিনীর ব্যাপক প্রশংসা করেন নেটিজেনরা।