শহীদ মুক্তিযোদ্ধা (বুদ্ধীজিবি) আ: কাদের মিয়া’র মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার পহেলা জুন/২০২৪ খ্রিঃ শহীদ মুক্তিযোদ্ধা (বুদ্ধীজিবি) আ: কাদের মিয়া’র ৫৩ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়। মৃত্যু বার্ষিকী উপলক্ষে গ্রামের বাড়ীতে পরিবারবর্গের আয়োজনে পবিত্র কোরআন খতম ও দোয়া’র আয়োজন করা হয়েছিল। এ ছাড়াও শহীদের কর্মস্থল দেবীগঞ্জ থানা মসজিদ, বাজার জামে মসজিদ এবং কবরস্থান ডাংপাড়া মসজিদে দোয়া’র আয়োজন করা হয়।
শহীদ মুক্তিযোদ্ধা (বুদ্ধীজিবি) আ: কাদের মিয়া ১৯৩০ সনে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার জামরিতা গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
১৯৭১ সালে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত অবস্থায় মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন এবং থানার অস্ত্র গোলাবারুদ মুক্তিবাহিনীর হাতে তুলে দেন। এ ছাড়াও সীমান্তের ওপারে হলদিবাড়ী গিয়েও অস্ত্র সংগ্রহ করে নিয়ে আসার পথে তার নেতৃত্বাধীন মুক্তিবাহিনীর ছেলেদের সঙ্গে পাকবাহিনী ও রাজাকারদের প্রচন্ড যুদ্ধ হয়। সে যুদ্ধে আ: কাদের মিয়া বেশ আহত হলেও কোনভাবে নিজবাড়ী দেবীগঞ্জ আসতে সমর্থ হন।
স্বাধীনতা যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করায় পাক-হানাদার বাহিনী তাকে দেবীগঞ্জ থানাধীন চৌকিভাজনি (ডাংগাপাড়া) নামক স্থানে গুলি করে নির্মম ভাবে তাকে হত্যা করে।
বর্তমান সরকার ১৯৯৯ সনে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ বুদ্ধীজিবি হিসেবে স্মারক ডাকটিকেট প্রকাশ করেন। ২০১০ সনে শহীদ মুক্তিযোদ্ধা (বুদ্ধীজিবি) আ: কাদের মিয়া’র নামে শাহজাদপুর থানা থেকে নিজ এলাকায় জামরিতা পর্যন্ত রাস্তার নামকরণ করা হয়। ২০২২ সালে শহীদ বুদ্ধীজিবি হিসেবে গেজেট প্রকাশ করে বর্তমান সরকার।
তার কনিষ্ঠ পুত্র সামিউল আলম (লিটন) পিপিএম বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে শিল্পাঞ্চল পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত আছেন। এরপূর্বে তিনি জামালপুরের মাদারগঞ্জ মডেল থানার সার্কেল এএসপি’র দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করেন এবং মেধা ও কর্মদক্ষতার ভিত্তিতে তার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি হওয়ায় বর্তমানে শিল্পাঞ্চল পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত আছেন তিনি।
শহীদ মুক্তিযোদ্ধা (বুদ্ধীজিবি) আ: কাদের মিয়া সহ পরিবারের আরো যারা মৃত্যুবরণ করেছেন তাদের সকলের জান্নাতবাসী কামনায় এবং পরিবারের যারা বেঁচে রয়েছেন তাদের সু স্বাস্থ্য ও দীর্ঘ হায়াত কামনায় সকলের নিকট দোয়া কামনা করেছেন শহীদ বুদ্ধীজিবির কনিষ্ঠ পুত্র সামিউল আলম (লিটন) পিপিএম।