পুনম শাহরীয়ার ঋতু, গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুরে কালিয়াকৈরে বাংলাদেশ স্কাউটসের আয়োজনে সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপন এবং ভিডিও এডিটিং বিষয়ক ৪ দিন ব্যাপী ২টি প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে।
সমাপনিতে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪ দিন ব্যাপী আয়োজিত প্রশিক্ষণ কোর্স ২টি সমাপ্তি ঘোষনা করেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং) মীর মোহাম্মদ ফারুক।
রোববার (২৪ ডিসেম্বর) বিকালে উপজেলার মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে এ উপলক্ষ্যে বাংলাদেশ স্কাউটসের পরিচালক স্বপন কুমার দাসের সভাপতিত্বে। সমাপনি অনুষ্ঠানে অন্যান্যের মাঝে রিসোর্স পার্সন সালাহুদ দিন আহমদ ও গোলাম সারোয়ার, বাংলাদেশ স্কাউটসের পরিচালক (জনসংযোগ ও মার্কেটিং) এ এইচ এম শামসুল আজাদ, ভিডিও এডিটিং কোর্স সমন্বয়ক আরমান হোসেন এসময় বক্তব্য রাখেন।
প্রধান অতিথীর বক্তব্যে বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং) মীর মোহাম্মদ ফারুক বলেন, স্কাউটিংয়ের আলো ঘরে ঘরে ছড়িয়ে দেওয়া এবং নানামূখী কারিগরী প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনসম্পদ তৈরী করার লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস এই কোর্স দুটি প্রায় নিয়মিত আয়োজন করে থাকে। এ সময় বাংলাদেশ স্কাউটসের উপ পরিচালক সত্য রঞ্জন বর্মণ উপস্থিত ছিলেন। কোর্স দুটিতে সারা দেশের ১০০শত জন রোভার স্কাউট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্কাউট কর্মকর্তা যোগদান করেন।
আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সংবাদ উপস্থাপক দেওয়ান সাইদুল হাসান ও সালাহুদ দিন আহমদ, বাচিক প্রশিক্ষক গোলাম সারোয়ার, বৈশাখী টেলিভিশনের ক্যামেরা বিভাগের প্রধান এহসান খাঁন, দেশ টেিেলভিশনের সংবাদ উপস্থাপক রাবেয়া ইসলাম স্নেহা প্রমূখ। গত ২১ ডিসেম্বর কোর্স দুটিশুরু হয়।