জাতীয় সংসদে ৫ শতাংশ সংরক্ষিত আসন আদিবাসীদের বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছে বৃহত্তর ময়মনসিংহের আদিবাসী সংগঠনসমূহের ঐক্য পরিষদ (ইউসিজিএম)। সংগঠনের পক্ষ থেকে সমতল অঞ্চলের আদিবাসীদের ভূমি অধিকার নিশ্চিত করার জন্য একটি ‘পৃথক ভূমি কমিশন’ গঠন করাসহ ১১টি দাবি তুলে ধরা হয়েছে।
আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ইউসিজিএমের মহাসচিব অরন্য ই. চিরান।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবাহ কামাল, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, ইউসিজিএমের সভাপতি অজয়. এ মৃ, বাংলাদেশ আদিবাসী ল’ ইয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীনেশ দারু জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক প্রমুখ।
ইউসিজিএমের মহাসচিব অরন্য ই. চিরান লিখিত বক্তব্যে বলেন, বর্তমান সরকার এ দেশের আদিবাসীদের জন্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আইন ২০১০ প্রনয়ণ করে পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে বাংলাদেশ সংবিধানের ২৩ (ক) ধারায় সংযোজন করেছে যা আদিবাসীদের জন্য একটি যুগান্তকারী ঘটনা ছিল। উক্ত পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এ দেশের সর্বস্তরের মানুষের প্রতিফলন ঘটানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু তাতে আদিবাসী জনগোষ্ঠীকে ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হয়নি।
বরং তাদের অধিকার ও অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে। তাই আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও অস্তিত্ব রক্ষার জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে আদিবাসী অধিকার বিষয়ক ইস্যুসমূহ অর্ন্তভূক্তির দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে সংবিধানে আদিবাসীদের ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান, আদিবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে সমতল অঞ্চলের আদিবাসীদের জন্য ‘পৃথক মন্ত্রণালয়’ গঠনসহ একজন আদিবাসীকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব প্রদানসহ ১১ দফা দাবি বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।