র্বাচন কমিশন সংবিধান অনুযায়ী শপথ মেনে চলবে জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, সংবিধানের বাইরে গিয়ে কোনো কিছু করার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। নির্বাচন কমিশন সংবিধানের বাইরে যাবে না।
আজ সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
নির্বাচন কমিশনার বলেন, ‘সংবিধানের বাইরে গিয়ে কোনো কিছু করার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই।
আমরা যখন শপথ নিয়েছি, বলেছি যে সংবিধান মেনে চলব।’
সব দল ভোটে না এলে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে কি না―এমন প্রশ্নে মো. আলমগীর বলেন, নির্বাচনে সব দল কখনো অংশ নেয় না। অতীতেও নেয়নি। অনেক দল আছে, এর মধ্যে নিবন্ধিত ৪৪টি দল।
আমাদের কী করতে হবে সেটাও সংবিধানে বলা আছে। কী ধরনের সরকার থাকবে সেটা রাজনৈতিক বিষয়। এ নিয়ে আমাদের কিছু বলার নেই। আমাদের কাজ সরকার যে-ই থাকুক, যেভাবেই থাকুক, যথাসময়ে নির্বাচন করা।’
লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দায়িত্ব শুধু ইসির নয় জানিয়ে তিনি বলেন, ‘এটি সরকার, ভোটার, প্রার্থী সকলের দায়িত্ব।
আইনে যেটুকু বলা আছে ততটুকু দায়িত্ব ইসির। অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সেটা আমরা চাই। আমাদের আগে থেকে বললে আমরা ব্যবস্থা নিই। এখন ঘরে ঘরে পুলিশ দেওয়া কি সম্ভব? মিছিল তো হবে প্রতি গ্রামে, পুলিশ কি সব জায়গায় যেতে পারবে? এ জন্য আমাদের আগে থেকে জানাতে হবে।’
‘আমরা তখন নিরাপত্তা দিতে বাধ্য’ বলে উল্লেখ করেন তিনি।