ক্রিকেটজাতীয়বিনোদন

প্রয়োজনে সাকিব ও হিরো আলমকে জিজ্ঞাসাবাদ: ডিবি প্রধান

পুলিশ কর্মকর্তা হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি আরাভ খানের মালিকানাধীন জুয়েলার্সের শোরুম উদ্বোধন করতে দুবাইয়ে যাওয়া নিয়ে তদন্তের স্বার্থে প্রয়োজনে ক্রিকেটার সাকিব আল হাসান ও ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। 

বৃহস্পতিবার (১৬ মার্চ) ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। 

তিনি বলেন, আরাভ খান সম্পর্কে সাকিব আল হাসানকে জানানো হয়েছিল। তারপরও তিনি কেন গেলেন সেটি আমাদের বোধগম্য নয়। 

নানা আলোচনা-সমালোচনার ভেতরই দুবাইয়ের স্থানীয় সময় বুধবার (১৫ মার্চ) রাত ৮টায় সাকিব ওই জুয়েলার্সের শোরুম উদ্বোধন করেন। ওই জুয়েলার্সটির মালিক আরাভ খানের প্রকৃত নাম রবিউল ইসলাম। তিনি পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার আসামি। দুবাই থেকে তাকে দেশে ফেরাতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলে চিঠিও দিয়েছিল বাংলাদেশ পুলিশ।

পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন এমরান খান খুনের দায়ে অভিযুক্ত ‘আরাভ খান’ নামধারী রবিউলকে ইন্টারপোলের সহায়তায় দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান হারুন অর রশীদ। রবিউলের নামে ১২টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকার তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।

এদিকে, হত্যা মামলার আসামি রবিউল দুবাইয়ে গিয়ে কীভাবে রাতারাতি কোটি কোটি টাকার মালিক হলেন– তা নিয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নানা মহলে আলোচনা চলছে। 

দুবাইয়ে ওই অনুষ্ঠানে কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম, উপস্থাপক ও চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাসসহ একাধিক তারকাকে আমন্ত্রণ জানানো হয়। হিরো আলম ও দেবাশীষ এখন দুবাই রয়েছেন। 

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker