জাতীয়

আয় কমেছে আ.লীগের, বেড়েছে ব্যয়

মতাসীন আওয়ামী লীগের দলীয় আয় এবারও কমেছে। তবে বেড়েছে ব্যয়। গত বছর (২০২০) দলটির আয় হয়েছে ১০ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার ৫৩৩ টাকা। ওই সময়ে ব্যয় হয়েছে ৯ কোটি ৯৪ লাখ ৪৯ হাজার ৯৩১ টাকা। ২০১৯ সালের তুলনায় গত বছর আওয়ামী লীগের আয় ৫১ শতাংশ কমেছে। অপরদিকে ব্যয় বেড়েছে ২১ শতাংশ। দলীয় আয়-ব্যয়ের হিসাব রোববার নির্বাচন কমিশনে জমা দিয়েছেন আওয়ামী লীগের তিন সদস্যের একটি প্রতিনিধি দল।

নির্বাচন ভবনে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের কাছে দলীয় আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়া হয়। আওয়ামী লীগের প্রতিনিধি দলে ছিলেন প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দফতর সম্পাদক সায়েম খান।

পরে ড. আবদুস সোবহান গোলাপ বলেন, আওয়ামী লীগের ২০২০ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব একটি স্বনামধন্য নিরীক্ষা প্রতিষ্ঠান নিয়ে নিরীক্ষা করিয়ে হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছি। তিনি জানান, গত বছর আওয়ামী লীগের আয় হয়েছে ১০ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার ৫৩৩ টাকা; যা ২০১৯ সালের তুলনায় ৫১ শতাংশ কম। ২০১৯ সালে আয় হয়েছিল ২১ কোটি দুই লাখ ৪১ হাজার ৩৩০ টাকা। ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে ১০ কোটি ৬৮ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা কম আয় হয়। আয় কম হওয়ার কারণ হিসাবে তিনি জানান, ২০২০ সালে মনোনয়নপত্র বিক্রি বাবদ অর্থ আগের বছরের তুলনায় কম ছিল। আয়ের প্রধান খাতগুলোর মধ্যে রয়েছে-বিভিন্ন পর্যায়ের সদস্যদের চাঁদা, মনোয়ন ফরম বিক্রি ও বিভিন্ন ব্যক্তি/প্রতিষ্ঠানের অনুদান প্রভৃতি।

ইসিতে জমা দেওয়া হিসাবে আওয়ামী লীগ জানিয়েছে, ২০২০ সালে দলীয় কাজে ব্যয় হয়েছে ৯ কোটি ৯৪ লাখ ৪৯ হাজার ৯৩১ টাকা, যা ২০১৯ সালের ব্যয়ের চেয়ে ১ কোটি ৭৩ লাখ ৪৮ হাজার ৩৫৬ টাকা বেশি। ২০১৯ সালের চেয়ে ব্যয় বেড়েছে ২১ শতাংশ। ওই বছর ব্যয় হয়েছিল ৮ কোটি ২১ লাখ ১ হাজার ৫৭৫ টাকা। ব্যয়ের খাতগুলোর মধ্যে রয়েছে অফিস রক্ষণাবেক্ষণ ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, সংগঠন পরিচালনা ব্যয় ও ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম। করোনা পরিস্থিতিতে ত্রাণ কার্যক্রম পরিচালনা, বিভিন্ন পর্যায়ে দলীয় প্রার্থীদের অনুদান ও পত্রিকা-প্রকাশনা খাতে খরচ বেড়ে যাওয়ায় দলটির ব্যয় বেড়েছে।

ড. আবদুস সোবহান গোলাপ জানান, বর্তমানে দলটির তহবিলে ৫০ কোটি ৭৩ লাখ ৩৭ হাজার ১৯৪ টাকা জমা রয়েছে। ২০১৯ সালে স্থিতি ছিল ৫০ কোটি ৩৭ লাখ ৪৩ হাজার ৫৯৩ টাকা। ২০২০ সালে ৩৮ লাখ ৯৩ হাজার ৬০১ টাকা তহবিলে যুক্ত হয়।

জানা যায়, একাদশ সংসদ নির্বাচনের বছর ২০১৮ সালে আওয়ামী লীগের আয় হয়েছিল ২৪ কোটি ২৩ লাখ ৪২ হাজার ৭০৭ টাকা। আর ব্যয় হয়েছিল ১৮ কোটি ৮৭ লাখ ৮০ হাজার ৫৫৭ টাকা।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker