জাতীয়
Mission 90 News
Send an email
ডিসেম্বর ২৫, ২০২২সর্বশেষ আপডেট ডিসেম্বর ২৫, ২০২২
রওশন এরশাদের বাসায় জি এম কাদের ও চুন্নু
০ ১,৪২৭ এক মিনিটেরও কম সময়
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু।
রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে রওশন এরশাদের গুলশানের বাসায় গিয়ে সাক্ষাৎ করেন তারা।
রওশন এরশাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন বলে জানান মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওনাকে (রওশন) অংশগ্রহণের দাওয়াত দিয়েছি।
দলের নেতৃত্ব ও নীতিনির্ধারণী বিষয়ে কোনো আলাপ না হলেও দলের সার্বিক বিষয়াদি নিয়ে আলাপ হয়েছে বলে জানান জাপার মহাসচিব।
উল্লেখ্য, আগামী ১ জানুয়ারিকাকরাইলে দলীয় কার্যালয়ের সামনে ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে জাতীয় পার্টি।