দেশের বিভিন্ন জেলায় একযোগে ১০০ সেতুর উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল। সরকারি অর্থায়নে এসব সেতু নির্মাণ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (৭ নভেম্বর) গণভবন থেকে ভার্চুয়ালি এসব সেতুর উদ্বোধন করবেন।
এর আগে সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ সংক্রান্ত একটি সার-সংক্ষেপ পাঠানো হয়। এতে উদ্বোধনের জন্য ২৯ অক্টোবরের তারিখ উল্লেখ করা হয়েছিল। পরে প্রধানমন্ত্রী সেতুগুলো উদ্বোধনের জন্য ৭ নভেম্বর দিন নির্ধারণ করেন।
উদ্বোধনের অপেক্ষায় থাকা এসব সেতুর মধ্যে চট্টগ্রাম বিভাগে ৪৫টি, সিলেটে ১৭টি, বরিশালে ১৪টি, ময়মনসিংহে ছয়টি ও কুমিল্লায় রয়েছে একটি সেতু। এছাড়া গোপালগঞ্জ, রাজশাহী ও রংপুরে পাঁচটি করে এবং ঢাকা বিভাগে দুটি সেতু রয়েছে।
সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তরের তথ্য মতে, সব মিলিয়ে সেতুগুলোর মোট দৈর্ঘ্য পাঁচ হাজার ৪৯৪.১৩ মিটার। সরকারের অর্থায়নে নির্মিত এসব সেতুতে ব্যয় করা হয়েছে মোট ৮৭৯ কোটি ৬১ লাখ ৫৭ হাজার টাকা।
সওজ সূত্রে জানা যায়, সংস্থাটির অধীনে বর্তমানে দেশে ২২ হাজার ৪৭৬ কিলোমিটার সড়ক নেটওয়ার্কের মধ্যে ১৩ হাজার ৮০০টি কালভার্ট ও সাড়ে চার হাজার সেতু রয়েছে। পাশপাশি তিন হাজার ৯৯১ কিলোমিটার জাতীয় মহাসড়ক, চার হাজার ৮৯৭ কিলোমিটার আঞ্চলিক সড়ক ও ১৩ হাজার ৫৮৮ কিলোমিটার জেলা সড়ক রয়েছে।