জাতীয়
Mission 90 News
Send an email
অক্টোবর ২০, ২০২২সর্বশেষ আপডেট অক্টোবর ২০, ২০২২
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত সহিদুলের নিয়োগ বাতিল
০ ১,৪২৭ এক মিনিটেরও কম সময়
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মো: সহিদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে বৃহস্পতিবার (২০ অক্টোবর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
র্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করার পর সহিদুলকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ১৩ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে ভারতে দায়িত্বরত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরানকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।