রাজধানীর গুলিস্তান এলাকায় ক্রেন থেকে রড পড়ে পাঁচ পথচারী আহত হয়েছেন। আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) রাত আটটার দিকে গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে এই ঘটনা ঘটে।
জানা গেছে, গুলিস্তানের হল মার্কেটে নির্মাণাধীন বহুতল ভবনে ক্রেন দিয়ে রড ওঠানোর কাজ চলছিল। এ সময় ক্রেন থেকে রড ছিটকে পড়ে পাঁচ পথচারী গুরুতর আহত হয়।
আহতরা হলেন, জাকির হোসেন (৩৫), শাহাবুদ্দিন (৪০), জাহাঙ্গীর (৩৪), সবুজ (৪০) ও রেজাউল করিম (৩৩)।
আহত শাহাবুদ্দিন জানান, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠান শেষে ফেরার পথে ওপর থেকে মাথায় রড পড়ে। আমরা কয়েকজন এক সঙ্গে আহত হই।
ঘটনা নিশ্চিত করে পল্টন থানার ওসি মো. সালাউদ্দিন মিয়া জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। দুইজন গুরুতরসহ আরও কয়েকজন আহত হয়েছেন। তবে এ ঘটনায় মৃত্যুর খবর পাওয়া যায়নি। সার্বিক বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।