ঈদের সপ্তম দিনেও গাজীপুরের চন্দ্রা ত্রিমোর এলাকায় ঈদ ফেরা মানুষের ঢল।
ইতিমধ্যে বেশীর ভাগ শিল্প কারখানা গুলো ঈদের ছুটির পর খুলে দিয়েছে। এরি মধ্যে শিল্প কারখানার শ্রমিকরা পরিবার পরিজনদের সাথে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে। ঈদের সপ্তমদিনেও চন্দ্রা এলাকায় দেখা গেছে মানুষের ঢল।
তবে যাত্রীরা অভিযোগ করেছেন পরিবহন সংকট নেই তবে ভাড়া বেশী আদায়ের অভিযোগ তুলেন যার ফলে অনেক কষ্টে ট্রাক ও পিকাপ ভ্যানে করে আসতে হয়েছে। যাত্রী বাহী বাসের টিকেটের মূল্য দিগুন হওয়ায় যাত্রীরা পরেছে চরম ভোগান্তিতে।
উত্তরভঙ্গ থেকে আসা তাছলিমা বেগম জানান, ঈদের ছুটিতে ৬০০ টাকা করে বগুড়া গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে গিয়েছি। কিন্তু ছুটি শেষে কর্মস্থলে ফিরবো বলে বাসের টিকেট ১০০০ টাকা করে। যার কারণে পিকাপে করে ৫০০ টাকা করে আসছি।
ঈদের ছুটি শেষে রংপুর থেকে আসা শামিম হোসেন জানান, আমাদের রংপুর এর ভাড়া ৫৫০ টাকা এখানে আজকে আমাকে আসতে হয়েছে ১৪০০ টাকা দিয়ে। আমরা নিম্ন আয়ের মানুষ এতো টাকা ভাড়া হলে আমরা জনসাধারণ কেমনে বাঁচবো।