রাজধানীর বনানী কবরস্থান সংলগ্ন ২৩নং রোডের উল্টোপাশে ঢাকা-ময়মনসিংহ সড়কে যাত্রীবাহী বাস উল্টে এক পথচারীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম রঞ্জু শেখ (৩৫)। তিনি নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন। তার গ্রামের বাড়ি রাজবাড়ী।
জানা গেছে, ভোরের দিকে বাসের গতি ছিলো অতিরিক্ত। তা নিয়ন্ত্রণ করতে না পেরে রাস্তায় ডিভাইডারের পাশে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। বাসে কতজন যাত্রী ছিল এ বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। যাত্রীদের মধ্যে আহতের সংখ্যাটিও জানা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীর বরাতে গুলশান ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ট্রাফিক বিভাগের সদস্যদের ডিউটি শুরু হয়েছিল সকাল ৬টায়। কিন্তু তার আগে ঘটনাটি ঘটেছে। আমরা প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পেরেছি ঘটনাটি আনুমানিক ভোর সাড়ে ৫টার দিকে ঘটেছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।