এবার ঈদুল আজহায় সীমান্ত দিয়ে কোরবানির পশু আসেনি, চামড়াও পাচার হবে না বলে আশ্বস্ত করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ।
ঈদের দিন রোববার (১০ জুলাই) দুপুরে সুনামগঞ্জ সীমান্তের ডলুড়া এলাকার আট শতাধিক বানভাসির মধ্যে কোরবানির মাংস ও খাদ্য সামগ্রীসহ বানভাসিদের জন্য বিশেষ ত্রাণ বিতরণ করতে এসে তিনি এই আশ্বাস দেন।
বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বলেছেন, এবার কোনো সীমান্ত দিয়ে কোরবানির হাটে বিদেশি কোন পশু আসতে পারেনি। তাই প্রত্যন্ত এলাকার বাজারেও আমাদের খামারিদের গরু ছাড়া অন্য কোন গরু দেখা যায়নি। তবে এখন আমরা আরেকটা কাজ করব তা হলো চামড়া পাচার রোধ করা। চামড়া যাতে পাচার না হয় সেজন্য আমরা সবাইকে নির্দেশনা দিয়েছি।
বিজিবির মহাপরিচালক আরও বলেন, ঈদের দিন সুনামগঞ্জের অসহায় বন্যার্তদের জন্য বিশেষ ত্রাণ নিয়ে এসেছি। তাজা মাংস, মসলা, চাল, ডাল, তেল, সেমাইসহ বিভিন্ন পদের বিশেষ ত্রাণ দিয়েছি যাতে পরিবারের সবাইকে নিয়ে তারা ঈদ উদযাপন করতে পারেন।
যতদিন পর্যন্ত বন্যার্ত লোকজন সহায়তা চাইবেন বিজিবি ততদিন সহায়তা দিয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, আমরা সবাই মিলে বন্যা দুর্গতদের জন্য কাজ করলে বন্যাপীড়িত লোকজনের দুঃখকষ্ট লাঘব করতে পারব।
জানা গেছে, বিজিবির পক্ষ থেকে আটশত পরিবারকে তিন প্যাকেট করে ঈদের বিশেষ ত্রাণ দেওয়া হয়। এই ত্রাণের মধ্যে রয়েছে কোরবানির দেড় কেজি মাংস, চাল, ডাল, সেমাই, লাচ্চি, লবন, চিনিসহ নানা পদের খাদ্য সামগ্রী।