কোরবানির পশুর হাটের ব্যাপারীরা নিরাপদে টাকা পরিবহন করতে পুলিশের সহযোগিতা নিতে বলেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড: বেনজীর আহমেদ।
শনিবার (৯ জুলাই) দুপুরে রাজধানীর কমলাপুরে গরুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আইজিপি বলেন, হাটে ব্যাপারীদের সঙ্গে কথা হয়েছে। যারা এখানে গরু কিনতে এসেছেন, তাদের সঙ্গে কথা হয়েছে। হাট কর্তৃপক্ষের সঙ্গেও বলেছি। ব্যাপারীদের গরু নিয়ে হাটে আসতে সমস্যা হচ্ছে কি না বা ক্রেতাদের সমস্যা আছে কি না, জানার চেষ্টা করেছি। হাসিল নিয়ে কারও অভিযোগ আছে কি না, তা জানতে চেয়েছি।
হাটের সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, করোনার হালকা ঊর্ধ্বমুখী প্রভাব রয়েছে। হাট কর্তৃপক্ষকে বলেছি মাস্ক ছাড়া আসা মানুষের জন্য মাস্কের ব্যবস্থা করতে।
তিনি বলেন, ব্যাপারীদের খাওয়া-দাওয়ার বিষয়ে খোঁজ নিয়েছি। তারা গরু বিক্রির টাকা নিরাপদে নিয়ে যেতে আমাদের সহযোগিতা নেওয়ার জন্য বলেছি।
পুলিশ মহাপরিদর্শক বলেন, কোরবানির পশুর জন্য আমরা এখন অন্য দেশের ওপর নির্ভরশীল নই। এই অগ্রগতি বজায় থাকলে এক সময় হয়তো মাংস রপ্তানি করতে পারব।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, প্রত্যেক বছরের মতো এবারও নিরাপত্তা নিয়ে সার্বিক প্রস্তুতি রয়েছে।