মুন্সীগঞ্জে পদ্মা সেতু পারাপারের জন্য সেতুতে উঠার সময় এক মোটরসাইকেল চালককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৮ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, পদ্মা সেতুতে মোটরসাইকেল পারাপারের নিষেধাজ্ঞা অমান্য করে সে সেতুর দিকে যাচ্ছিল। তখন তাকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জরিমানা করা হতে পারে।
উল্লেখ্য, গতকাল দুপুরে টোল না দিয়েই যাত্রীবাহী বাসের পেছনে পেছনে পদ্মা সেতুতে উঠে পড়েন আরেক মোটরসাইকেল চালক। পরে সেতু থেকে নামার সময় জাজিরা প্রান্তে তাকে আটক করেন টহলরত সেনাসদস্যরা।