শিক্ষার ভৌগোলিক গর্ভে আবিষ্কাকৃত করতে হলে জ্ঞান ভিত্তিক সমাজ গঠন করতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন বলেন শিক্ষা শিক্ষা জাতিকে উন্নত করে। শিক্ষা জাতির মুক্তি ও বুদ্ধির বিকাশ ঘটায়। শিক্ষা মানসিক মূল্যবোধের নাগরিকের দোয়ার খুলে দেয়, আমাদের জ্ঞানের পথ দেখায়। আমরা জানি শিক্ষা যেখানে সিমা বন্ধ মুক্তি সেখানে অসম্ভব। তাই শিক্ষার ভৌগোলিক গর্ভে আবিষ্কাকৃত করতে হলে জ্ঞান ভিত্তিক সমাজ গঠন করতে হবে।
শিক্ষার আলোয় আলোকিত হয়ে শিক্ষিত সমাজ গঠন করতে হবে। বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকগণের অনলাইন বদলি কার্যক্রম পাইলটিং এর শুভ উদ্বোধনীয় অনুষ্ঠানে এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন একটি শিক্ষিত ও উন্নয়ন নির্বশীল দেশ গড়ার লক্ষ্যে স্বাধীনতার পর বিদ্ধস্থ দেশে কোন বাড়ি ছিলোনা স্কুল ছিলোনা সেই সময় জাতির পিতা বঙ্গবন্ধু ৩৬০০০ স্কুলকে জাতীয় করণ করে দিয়েছিলেন সেই থেকে প্রাথমিক শিক্ষার মান বেড়েছে।
এছারা স্বাধীনতার পর অনেক সরকার আসছে গেছে। তবে বাংলাদেশ আলীগ সরকার গঠন করার পরে শিক্ষার ক্ষেত্রে নানাবিধ উন্নয়ন মূলক কাজ করেছে। এছাড়া স্কুল শিক্ষকদের বেতন ছিলো কম এখন প্রতেক শিক্ষকের বেতন ২৫০০০ টাকার উর্ধে। এ সময় তিনি শিক্ষার মান আরো বাড়াতে সকল শিক্ষকদের প্রতি নিরলস দায়িত্ব পালনে অনুরুধ করেন।