প্রাণি সম্পদ অধিদপ্তর রংপুর বিভাগীয় পরিচালক মোঃ ওয়ালিউর রহমান আকন্দের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানান। রংপুর জেলা ও বিভাগীয় প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয়ের তৃতীয় তলায় থাকতেন ওয়ালিউর রহমান। মঙ্গলবার সকালে অফিসে আসতে দেরি হওয়ায় দপ্তরের কর্মচারীরা তার খোঁজে ওই রুমে গেলে বাথরুমে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান।
পরে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
ওয়ালিউর প্রাণি সম্পদ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ে এ বছরের পহেলা মার্চ যোগ দেন।
পুলিশ জানায়, এটি আত্মহত্যা নাকি হত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।