বিদুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য ২০ জুন রাত ৮টা থেকে সারা দেশে দোকান, মার্কেট, শপিংমল, কাঁচাবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তবে প্রথম দিনে সোমবার (২০ জুন) রাজধানীর বেশিরভাগ এলাকায় সেই নির্দেশনার পুরোপুরি কার্যকর হয়নি।
রাত ৮টার পর রাজধানীর মিরপুর-১২, ১১ ও ১০ নম্বর গোল চত্বর, মিরপুর-১ ও ২ নম্বর এলাকার মার্কেট ও শপিং মল ঘুরে দেখা যায় কোথাও কোথাও মল গুলো খোলা রয়েছে, কোথাও চলছে বন্ধের প্রস্ততি।
সরেজমিনে দেখা যায়, রাত ৮টার পর মিরপুর-১ নম্বর গোল চত্বর এলাকার মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা মার্কেট, মিরপুর কো-অপারেটিভ মার্কেট, মিরপুর-২ নম্বর এলাকার মিরপুর শপিং সেন্টার সরকারি নির্দেশনা অনুযায়ী বন্ধ হয়েছে। এছাড়া মিরপুর-১১ ও ১২ নম্বর এলাকার মার্কেট, দোকান ও শপিং মলগুলোও বন্ধ হয়েছে সময়মতো।
তবে মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকার শাহ আলী মার্কেটে দেখা যায় ভিন্ন চিত্র। কিছু দোকান বন্ধ হলেও, অনেক দোকানই সময় মতো বন্ধ হয়নি।
মিরপুর শপিং সেন্টারের নিরাপত্তা প্রহরী মো. হানিফ গণমাধ্যমকে বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আমাদের মার্কেট রাত ৮টায় বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু ক্রেতা জোর করে শপিংমলে প্রবেশ করতে চাইছেন। তবে, বেশির ভাগ ক্রেতাকে মার্কেটে প্রবেশ না করার অনুরোধ করলে তারা শুনেছেন। বেশিরভাগ ব্যবসায়ী দোকান বন্ধ করছেন। অল্প কিছু সংখ্যক মালিক দোকান বন্ধ করতে বিলম্ব করছেন।
এদিকে শাহ আলী থানার এএসআই মো. শাজাহান জানান, সরকারি নির্দেশনা দোকান মালিক ও মার্কেট মালিকরা মেনে চলছেন। আমাদের থানা এলাকায় রাত ৮টার পর এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উল্লেখ্য রাত ৮টার পর যেসব প্রতিষ্ঠান খোলা থাকবে তারমধ্যে রয়েছে-
ডক, জেটি, স্টেশন অথবা বিমানবন্দর এবং পরিবহন সার্ভিস টার্মিনাল অফিস। তরিতরকারি, মাংস, মাছ, দুগ্ধজাতীয় সামগ্রী, রুটি, মিষ্টি ও ফুল বিক্রির দোকান। ওষুধ, অপারেশন সরঞ্জাম, ব্যান্ডেজ অথবা চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় সামগ্রীর দোকান। দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রির দোকান।
আটটার পর খোলা রাখা যাবে তামাক, সিগারেট, পান-বিড়ি, বরফ, খবরের কাগজ, সাময়িকী বিক্রির দোকান এবং বসে খাওয়ার (হালকা) নাশতা বিক্রির খুচরা দোকান। খুচরা, পেট্রল বিক্রির জন্য পেট্রল পাম্প এবং মেরামত কারখানা নয় এমন মোটরগাড়ির সার্ভিস স্টেশন। নাপিত ও কেশ প্রসাধনীর দোকান।
যে কোনো ময়লা নিষ্কাশন অথবা স্বাস্থ্যব্যবস্থা এবং আলো অথবা পানি সরবরাহ করে এমন সব প্রতিষ্ঠান খোলা রাখা যাবে রাত আটটার পর।
এছাড়া ক্লাব, হোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকান, সিনেমা অথবা থিয়েটার রাত ৮টার পর খোলা রাখা যাবে।