নারায়ণগঞ্জের বন্দরে এক নারীর তিন সন্তান জন্ম নেওয়ার পর স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধনকে স্মরণীয় করতে শিশুদের নাম ‘স্বপ্ন-পদ্মা-সেতু’ নামকরণ করায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
সোমবার (২০ জুন) বিকেলে নবীগঞ্জে আশরাফুল ইসলাম অপুর বাসায় শুভেচ্ছা বার্তা নিয়ে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার শামীম মুসফিক আসেন।
এসময় তিনি পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা জানান। সেই সাথে পৌঁছে দেন উপহারস্বরূপ এক ভরি করে তিনটি পৃথক স্বর্ণের চেইন, ফলমূল ও কাপড়।
উপহার হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম. কুদরত-এ-খুদা, বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা, বন্দর উপজেলা (ভূমি) কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ এলাকার ব্যবসায়ী আশরাফুল ইসলাম অপুর স্ত্রী শুক্রবার একসঙ্গে তিন সন্তানের জন্ম দেন। শিশুদের জন্মের পর চিকিৎসক বেনজির হক পান্না আশরাফুল-অ্যানি দম্পতি ছেলের নাম রেখেছেন ‘স্বপ্ন’ আর দুই মেয়ের নাম ‘পদ্মা’ ও ‘সেতু’। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর নজরে আসে প্রধানমন্ত্রীর।
ওই দম্পতি জানান, আমাদের সন্তানদের জন্মের মাসে পদ্মাসেতুর উদ্বোধন করা হবে। এটিকে স্মরণীয় করে রাখার জন্যই তাদের এ নাম দিয়েছেন চিকিৎসক। এই নাম আমাদেরও পছন্দ হয়েছে।