বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে আগামীকাল সোমবার থেকে রাত আটটার পর থেকে সারাদেশের সব ধরনের বিপণিবিতান ও দোকানপাট বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত সারাদেশে একযোগে কার্যকর হবে।
রোববার (১৯ জুন) সচিবালয়ে শ্রমপ্রতিমন্ত্রীর সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে এ সিদ্ধান্ত হয়।
রাত আটার পরও যেসব দোকান/প্রতিষ্ঠান খোলা রাখা যাবে-
- ডক, জেটি, স্টেশন অথনা বিমানবন্দর এবং পরিবহন সার্ভিস টার্মিনাল অফিস
- সবজি, মাংস, মাছ, দুগ্ধজাতীয় সামগ্রী, রুটি, পেস্ট্রি, মিষ্টি এবং ফুল বিক্রির দোকান
- ওষুধ, অপারেশন সরাঞ্জাম, ব্যান্ডেজ অথবা চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় সামগ্রীর দোকান
- দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনের জন্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রির দোকান
- তামাক, সিগারেট, পান-বিড়ি, বরফ, খবরের কাগজ, সাময়িকী বিক্রির দোকান এবং দোকানে বসে খাওয়ার (হালকা) নাশতা বিক্রির খুচরা দোকান
- খুচরা, পেট্রোল বিক্রির জন্য পেট্রোল পাম্প এবং মেরামত কারখানা নয় এমন মোটর গাড়ির সার্ভিস স্টেশন
- নাপিত এবং কেশ প্রসাধনীর দোকান
- যে কোনো ময়লা নিষ্কাশন অথবা স্বাস্থ্য ব্যবস্থা
- যে কোনো শিল্প, ব্যবসা বা প্রতিষ্ঠান যা জনগণকে শক্তি আলো-অথবা পানি সরবরাহ করে
- ক্লাব, হোটেল, রেস্তোরাঁ, খাবার দোকান, সিনেমা অথবা থিয়েটার
মুদি দোকানের ক্ষেত্রে কী হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সচিব মো. এহছানে এলাহী বলেন, আইনে যেসব প্রতিষ্ঠান নির্দেশনার বাইরে থাকবে বলা হয়েছে, তার বাইরে সব ধরনের দোকান বন্ধ থাকবে। সে ক্ষেত্রে মুদি দোকানও রাত আটটার পর বন্ধ থাকবে।