টানা ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে আরও খারাপ হচ্ছে সিলেটের পরিস্থিতি।
শনিবার (১৮ জুন) সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত টানা বৃষ্টিতে সিলেট নগরের অনেক এলাকায় নতুন করে পানি প্রবেশ করতে দেখা যায়।
জানা গেছে, সিলেট নগরীর বাগবাড়ি, সুবিদবাজার, কলাপাড়া, মদীনা মার্কেট, আম্বরখানা, চৌহাট্টাসহ অনেক উঁচু এলাকায় আজ শনিবার পানির নিচে তলিয়ে গেছে। একই সঙ্গে প্রবল স্রোতসহ পানি প্রবেশ করতে থাকায় এসব এলাকার স্থানয়ীয়রা আতঙ্কিত হয়ে পড়েছেন। অন্যদিকে ঘণ্টাখানেক সময়ের মধ্যে নগরীর বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে গেছে। এ সময় নগরের ড্রেন-রাস্তা উপচে পানি প্রবেশ করছে বাড়িঘরে।
সিলেটে আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, পূর্বাভাস অনুযায়ী অন্তত আরো দু’দিন বৃষ্টিপাত হবে। একই সময়ে উজানেও ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এতে নদ-নদীর পানি বাড়বে। তবে আজ শনিবার সকাল থেকে দুপুর অবধি ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে ১০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তিনি আরও বলেন, আজ শনিবার ভোর ৬টা থেকে সকাল ৯ টা পর্যন্ত বৃষ্টিপাতের রেকর্ড অনুযায়ী আজ আরও বেশি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে।
সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ জানান, পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদ-নদীর পানিও বাড়ছে। ফলে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে।