সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর আগুনের ঘটনা তদন্তে থানা পুলিশকে সহযোগিতা করছে অপরাধ তদন্ত সংস্থা (সিআইডি)। সংস্থাটি ডিপো এলাকায় লাগানো ১১৮টি সিসি টিভি ক্যামেরার সাতটি ডিজিটাল ভিডিও রেকর্ডিং (ডিভিআর) মেশিন খুলে নিয়ে গেছে।
শনিবার (১১ জুন) দুপুরে সিআইডি পরিদর্শক মোহাম্মদ শরীফের নেতৃত্বে এসব ডিভিআর মেশিন জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, শনিবার চার সদস্যের সিআইডি টিম বিএম কনটেইনার এলাকা পরিদর্শন করে। সে সময় ডিপোর ভেতর আইটি কক্ষ থেকে সাতটি ডিভিআর মেশিন জব্দ করা হয়।
সীতাকুণ্ড থানার ইন্সপেক্টর (তদন্ত) সুমন চন্দ্র বণিক বলেন, আইটি কক্ষ থেকে ডিপোর ১১৮টি সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রণ করা হতো। এসব সিসিটিভির ডাটা সংরক্ষণ করা হতো সাতটি ডিভিআর মেশিনে। বিস্ফোরণে আইটি কক্ষটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরও ডিভিআর মেশিনগুলো হেফাজতে নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে দেখবো এগুলো থেকে কিছু বের করা যায় কিনা।
তিনি বলেন, মামলা তদন্তে পুলিশকে সহযোগিতা করছে সিআইডি। দুপুরে ডিপোর আইটি কক্ষ থেকে সিসিটিভির ডিভিআর মেশিন জব্দ করা হয়েছে। সেগুলো থানায় আছে। এসব মেশিন সম্পূর্ণ পুড়ে গেছে। তারপরও কোনো তথ্য থেকে যায় কিনা এ জন্য সেগুলো জব্দ করা হয়েছে।