চট্টগ্রামের সীতাকুন্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে ফায়ার সার্ভিসের ৮ জন কর্মীসহ ৪৩ জনের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন আখতার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জন গনতান্ত্রিক পার্টির মহাসচিব মো: আখতারুল ইসলাম খোন্দকার।
আজ রোববার এই শোক প্রকাশ করেন আখতার ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতাকুন্ডে অগ্নিকান্ডে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসাথে আহতের আশু সুস্থ্যতা কামনা করেন।
উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাতে কনটেইনার ডিপোতে আগুন লাগার পর রাত ১১টার দিকে সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে।